মাশরাফির সুস্থতা কামনায় রমিজ রাজা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশে তুমুল জনপ্রিয় মাশরাফি দেশের বাইরেও নন্দিত। আজ বিশ্ব মিডিয়া তাকে নিয়ে সংবাদ পরিবেশন করছে। ম্যাশের জন্য শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা।
টুইটারে রমিজ রাজা লিখেছেন, ‘কভিড-১৯ থেকে মাশরাফি বিন মুর্তজার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অনেক প্রার্থনা এবং শুভকামনা রইল।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘ভাইয়ের জন্য প্রার্থনা… আল্লাহ রহম করুন। তিনি করোনা পজেটিভ হয়েছেন।’
রুবেল হোসেন লিখেছেন, ‘খুব শকড হয়েছিল মাশরাফি ভাইয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে। সবাইকে অনুরোধ করব আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেয়।’
সৌম্য সরকার লিখেছেন, ‘আপনি যেভাবে মাঠে লড়াই করেন, আশা করি সেভাবেই করোনার বিরুদ্ধে লড়াই করবেন ভাই। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। আমি সকল করোনা আক্রান্তদের জন্য প্রার্থনা করি, আমার দেশ জন্য দ্রুত এই অবস্থা থেকে মুক্তি পায়। শক্ত থেকো চ্যাম্পিয়ন।’
এভাবেই মাশরাফির জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে দেশ-বিদেশের ক্রিকেটাঙ্গন মাশরাফির জন্য শুভকামনা জানিয়েছেন। মাশরাফি ছাড়াও বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল এবং ‘নাগিন নাচ’ খ্যাত স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনজনের করোনা পজিটিভ হওয়ার খবর আজই এসেছে গণমাধ্যমে। কালের কন্ঠ
Lots of prayers and best wishes to #MashrafeMortaza for a speedy recovery from Covid 19.
— Ramiz Raja (@iramizraja) June 20, 2020